ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা হাতছানি দিচ্ছে লিচেস্টার সিটির ঘরে। শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে জিতে স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগুলো ফক্স খ্যাত দলটি।
আলজেরিয়ান স্ট্রাইকার মাহরেজ ম্যাচের ৩৪ মিনিটে গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে তারকা এ ফুটবলারের এটি ১৬তম গোল।
এ জয়ের ফলে ৩১ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানেই রইল লিচেস্টার। এক ম্যাচ কম খেলা টটেনহামের থেকে আট পয়েন্ট এগিয়ে দলটি।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৬
এমএমএস