বেঙ্গালুরু থেকে: নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিছক ‘খেলা’য় ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছেন দুই টাইগার বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি।
তাদের ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে ‘মৃত্যু উপত্যকা’ পাড়ি দিতে হবে মাশরাফি বাহিনীর।
রোববার (২০ মার্চ) দুপুরে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মলনে প্রতিপক্ষ বাংলাদেশকে এভাবেই মূল্যায়ন করেন অজি দলপতি।
বাংলাদেশকে মূল্যায়ন করতে গিয়ে প্রথমেই বললেন টাইগারদের দুর্দান্ত বোলিং লাইন আপের কথা। ‘এখনও বাংলাদেশের বোলিং স্কোয়াডে বেশ কয়েকজন দক্ষ বোলার আছে, যারা যে কোনো সময়ই জ্বলে উঠার সামর্থ্য রাখে। ’
এমন বিবেচনায় এই ম্যাচে বাংলাদেশকে সমীহের চোখেই দেখছেন এই অজি অধিনায়ক। বললেন, ‘এই ম্যাচে আমরা বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছি না। আমরা চাইবো নিজেদেরে সেরা খেলাটি খেলতে। আর সেটা যদি করতে পারি তাহলে আশা করছি আমরা সফল হবো। ’
এদিকে, বেঙ্গালুরুর উইকেটের কন্ডিশনে বাংলাদেশের বিপক্ষে নিজদের দ্বিতীয় ম্যাচটি বড় সংগ্রহের হতে পারে জানিয়ে স্টিভ স্মিথ বলেন, এই মাঠেই আমরা আইপিএলে’র বেশ ক’টি ম্যাচ খেলেছি, যেগুলোর বেশিরভাগই ছিল বড় রানের। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও বড় সংগ্রহ হওয়াটা বৈচিত্রের কিছু নয়। ’
আর চিন্নাস্বামীর পিচ সম্পর্ক স্মিথ জানালেন, ‘উইকেটে ঘাস খুবই কম। এখানকার আবহাওয়া গরম হওয়ায় পিচে আদ্রতা থাকলেও তা বেশ দ্রুত শুকিয়ে যায়। তবে স্পিনাররা টার্নিং পাবেন না। কিন্তু এটি একটি ভালো উইকেট। ’
এদিকে মূল পর্বের প্রথম ম্যাচে ধর্মশালায় নিউজিল্যান্ডের কাছে ৮ রানে হেরে অনেকটাই ব্যাকফুটে থাকা ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে ছন্দে ফিরবে বলেও ইঙ্গিত দিয়ে রাখলেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এইচএল /এমএ