ঢাকা: বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে মার্সেল ট্যালেন্ট হান্ট ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ-২০১৬। এই টুর্নামেন্ট মূলত এক ধরনের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা।
এখানে যারা ভালো করবে এক সময় তারা জাতীয় দলে খেলার সুযোগ পাবে। জাতীয় দলকে নেতৃত্ব দেবে। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের এই ধরনের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার সঙ্গেও যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।
এবারের মার্সেল ট্যালেন্ট হান্ট ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল টুর্নামেন্টে ৯টি দল অংশ নিচ্ছে। আগের আসরে ৮টি দল অংশ নিয়েছিল। নতুন দুটি দল হলো বাংলাদেশ আনসার ও বিকেএসপি।
মঙ্গলবার (০৫ এপ্রিল) এ বিষয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড: ফজলে রাব্বী বাবুলসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
সংবাদ সম্মেলনে এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) জানান, ‘মার্সেল ট্যালেন্ট হান্ট ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। এই ধরনের প্রতিযোগিতা নিয়মিত হওয়া উচিত। যাতে করে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৮ দল থেকেও ভালো কিছু খেলোয়াড় তুলে আনা যায়। ভলিবলের পাইপ লাইনে খেলোয়াড় থাকে। এই ধরনের টুর্নামেন্ট থেকে যারা উঠে আসবে তাদের ঠিকমতো প্রশিক্ষণ দিতে পারলে জাতীয় দলের জন্য ভালো কিছু খেলোয়াড় তৈরি করা সম্ভব। ওয়ালটন গ্রুপ এ ধরনের প্রশিক্ষণের সঙ্গেও সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবে। আমরা সব ধরনের টুর্নামেন্টেই ওয়ালটন-মার্সেল পরিবার থেকে সেরা একজন খেলোয়াড়কে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হবে না। আমি এই টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করছি। ’
এ বিষয়ে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, ‘ওয়ালটন গেল কয়েক বছর ধরে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, জাতীয়, আন্তঃজেলা, বিজয় দিবস, স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করে আসছে। এবারও তারা দ্বিতীয় বিভাগ ভলিবল টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে এসেছে। সেজন্য ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাই। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করব ভবিষ্যতেও তারা ভলিবলের পাশে থাকবে। ভলিবলকে এগিয়ে নিতে সহায়তার হাত বাড়িয়ে দেবে। ’
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৬
এমআর