ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে অনুষ্ঠানরত এশিয়ান নেশনস কাপের অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশ দাবা দল জর্ডানকে ৩.৫-০.৫ পয়েন্টে পরাজিত করেছে।
৮ খেলায় ১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দল পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।
অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন জর্ডানের আলাটার রাকানকে, গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব জর্ডানের আবো হাজেম মোহাম্মদকে এবং গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব জর্ডানের আলাটার গায়েদাকে পরাজিত করেন।
এদিকে, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ জর্ডানের আবউদি মারওয়ানকে পরাজিত করেন। নবম বা শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ প্রতিপক্ষ ইরান।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৬
এমআর