ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

এশিয়ান নেশনস কাপে বাংলাদেশ পঞ্চম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
এশিয়ান নেশনস কাপে বাংলাদেশ পঞ্চম

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে অনুষ্ঠিত এশিয়ান নেশনস কাপের রেপিড দাবায় বাংলাদেশ দাবা দল পঞ্চম স্থান লাভ করেছে।

বাংলাদেশ ৫ খেলার ৩টি খেলায় জয়ী, ১টিতে ড্র এবং ১টি খেলায় পরাজিত হয়।

তাতে, বাংলাদেশ ৭ পয়েন্ট পেয়ে পঞ্চম  হয়।

এই টুর্নামেন্টে বাংলাদেশ ও চীন উভয়েই ৭ পয়েন্ট করে অর্জন করে। ফলে, টাইব্রেকিং পদ্ধতিতে চীনের গেম পয়েন্ট বেশি থাকায় চীন সেমি-ফাইনালে উন্নীত হয়।

অনুষ্ঠিত এই রেপিড দাবায় বাংলাদেশ আফগানিস্তানকে ৪-০ পয়েন্টে, মঙ্গোলিয়াকে ২.৫-১.৫ পয়েন্টে ও সংযুক্ত আরব আমিরাতকে ২.৫-১.৫ পয়েন্টে পরাজিত করে।

টপ সিডেড চীনের সাথে ২-২ পয়েন্টে ড্র করে এবং উজবেকিস্তানের কাছে ১-৩ পয়েন্টে হেরে যায়। রেপিড দাবায় এশিয়ার ২১টি দেশের ২৩টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০৭ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।