বগুড়া: বগুড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঢাকা আজিমপুর খেলোয়াড় কল্যাণ সংঘকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া সবুজ সংঘ।
ম্যাচটি প্রথমে ১-১ গোলে সমতা হয়।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন- বগুড়া-৫ আসনের এমপি হাবিবুর রহমান ও জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা, জেলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা যুবলীগ ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হয়।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০১৬ এর আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এমবিএইচ/কেআরএম