ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন বগুড়া সবুজ সংঘ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন বগুড়া সবুজ সংঘ

বগুড়া: বগুড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঢাকা আজিমপুর খেলোয়াড় কল্যাণ সংঘকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া সবুজ সংঘ।

 

 
ম্যাচটি প্রথমে ১-১ গোলে সমতা হয়।

এরপর টাইব্রেকারে বগুড়া সবুজ সংঘ ৫-৪ গোলে ঢাকা আজিমপুর খেলোয়াড় কল্যাণ সংঘকে পরাজিত করে।
 
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
 
সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান প্রধান অতিথি ছিলেন।
 
বিশেষ অতিথি ছিলেন- বগুড়া-৫ আসনের এমপি হাবিবুর রহমান ও জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন।
 
এছাড়া অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা, জেলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা যুবলীগ ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হয়।
 
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০১৬ এর আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।
 
বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এমবিএইচ/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।