ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার বিভাগ হকি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মে ১১, ২০১৬
মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার বিভাগ হকি ছবি:সংগৃহীত

ঢাকা: টানা দুই মৌসুম বন্ধের পর মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার বিভাগ হকি লিগ। বৃহস্পতিবার (১২ মে) মওলানা ভাসানী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বিকেল চারটায় মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও রেলওয়ে স্পোর্টিং ক্লাব।

 

বুধবার (১১মে) দুপুরে বাংলাদেশ হকি ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে লিগের বিস্তারিত তুলে ধরেন ফেডারেশনের মুখপাত্ররা। সেখানে গণমাধ্যমের সামনে তারা জানান, এবারর হকি লিগের বাজেট ১৮ লাখ টাকা। স্পন্সর থেকে ফেডারেশন তিন বছরের জন্য পেয়েছে ৪০ লাখ টাকা।

লিগের এবারের আসেরে অংশ নেবে ১২টি দল যারা প্রথম পর্বে সরাসরি লিগ পদ্ধতিতে খেলবে। আর প্রথম পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ৬টি দল খেলবে সুপার লিগে। প্রথম পর্বের দল ১২টি হলো, আবাহনী, মোহামেডান, ঊষা, সোনালী ব্যাংক, আজাদ, ওয়ারী, অ্যাজাক্স, মেরিনার্স, সাধারণ বীমা, বাংলাদেশ স্পোর্টিং, রেলওয়ে ও ওয়ান্ডারার্স ক্লাব।

লিগের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ ও রানার্স আপ দল পাবে ৫০ হাজার টাকা। ফেয়ার প্লে খেলা দল পাবে ট্রফি। সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কার দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপদেষ্টা এএসএ মুইজ ও অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক নাজিম তাজিক চৌধুরী।     

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ১১ মে, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।