ঢাকা: উৎসব মুখর পরিবেশে শুক্রবার (১৩ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাংবাদিকদের পরিবারের সদস্যদের প্রথমবারের মতো পারিবারিক ক্রীড়া উৎসব-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ।
ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজা-রাজ্জাক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফাতেমা আক্তার মুন্নি। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল মাহফুজা-রাজ্জাক ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।
]
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হালিম মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য শেখ মাহমুদ এ রিয়াত, আজাদ হোসেন সুমন এবং মো. মহসিন হোসেন।
সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ বলেন, আমরা সব সময় ডিআরইউ এই উদ্যোগের সাথে আছি। ভবিষ্যতে সাতাঁর ফেডারেশন পক্ষ থেকে সব রকম সহায়তা করা হবে।
ক্রীড়া উপ-কমিটির সদস্য শহীদুল আজম, সাহাবুদ্দিন সাহাব, মনিরুজ্জামান উজ্জ্বল, পারভীন আক্তার ও রায়হান আল মুঘনি প্রমুখ উপস্থিত ছিলেন।
পারিবারিক ক্রীড়া উৎসবে সদস্য স্ত্রীদের সাতাঁরে প্রথম হয়েছেন খোলা কাগজের সিনিয়র রিপোর্টার শেখ মাহমুদ এ রিয়াতের স্ত্রী আফরোজা পারভীন, দ্বিতীয় কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার আজিজুল পারভেজের স্ত্রী শাহানারা বেগম এবং তৃতীয় হয়েছেন সমকালের স্টাফ রিপোর্টার এস এম মুন্না মিয়ার স্ত্রী কারিমা পপি মুন্নি।
নারী সদস্যদের স্বামীদের সাতাঁরে প্রথম হয়েছেন- সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার পারভীন আখতারের স্বামী এস এম রেজুয়ান হক, দ্বিতীয় মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার সঞ্চিতা সীতুর স্বামী উজ্জ্বল বালো এবং তৃতীয় হয়েছেন মানবজমিনের সিনিয়র রিপোর্টার তামান্না মোমিন খানের স্বামী মো. গোলাম কিবরিয়া।
নারী সদস্য স্বামীদের ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার পারভীন আখতারের স্বামী এস এম রেজুয়ান হক, দ্বিতীয় মানবজমিনের সিনিয়র রিপোর্টার তামান্না মোমিন খানের স্বামী মো. গোলাম কিবরিয়া এবং তৃতীয় হয়েছেন মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার সঞ্চিতা সীতুর স্বামী উজ্জ্বল বালো।
সদস্যদের সন্তানদের (ছোটদের) ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে কালেরকণ্ঠের আজিজুল পারভেজের ছেলে সুহান তাহির, দ্বিতীয় এসএ টিভির সিনিয়র রিপোর্টার এম এম বাদশাহর ছেলে নাবিদ রহমান তুর্য এবং তৃতীয় হয়েছে ফিনান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার আজিজুর রহমান রিপনের মেয়ে রাইসা রহমান।
সদস্য মেয়ে সন্তানদের (বড়দের) ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে এটিএন নিউজের স্পোর্টস এডিটর পরাগ আরমানের মেয়ে শ্রীতমা মাধূর্য প্রভা, দ্বিতীয় সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ইকরামুল কবীর টিপুর মেয়ে সানজাদা কবীর লারা এবং তৃতীয় হয়েছে আরটিভির সিনিয়র রিপোর্টার ফারুক খানের মেয়ে ফাহমিদা খান আনিকা।
সদস্যদের ছেলে সন্তান (বড়দের) ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে দৈনিক বর্তমানের স্পেশাল করেসপন্ডেন্ট হালিম মোহাম্মদের ছেলে হাসান শাহরিয়ার রিফাত, দ্বিতীয় দৈনিক নবচেতনার সিনিয়র রিপোর্টার আজাদ হোসেন সুমনের ছেলে সাকিব হাসান ইশান এবং তৃতীয় হয়েছে নিউ নেশনের সিনিয়র রিপোর্টার সাগর বিশ্বাসের ছেলে হিমাদ্রী।
পারিবারিক ক্রীড়া উৎসবে সাতাঁরে সদস্যদের ২৭ জন স্ত্রী এবং হাটা প্রতিযোগিতায় ৩৫ জন স্ত্রী অংশ গ্রহণ করেন। এছাড়াও ১০০ ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সদস্যদের প্রায় ১০৭ জন সন্তান অংশ গ্রহণ করে। নারী সদস্যদের স্বামীরাও সাতাঁর ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এসএস/পিসি