ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

রাজশাহীতে মাস্টার্স ফুটবল লিগ শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মে ১৯, ২০১৬
রাজশাহীতে মাস্টার্স ফুটবল লিগ শুরু বৃহস্পতিবার

রাজশাহী: রাজশাহীর সোনালী অতীত ক্লাব আয়োজিত মাস্টার্স ফুটবল লিগের খেলা বৃহস্পতিবার (১৯ মে) থেকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শুরু হচ্ছে।

বিকেল ৪টায় এ লিগের উদ্বোধন করবেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাডি। রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত এ লিগে ৬টি দল অংশ নেবে।

রাজশাহী জেলা দলের সাবেক ফুটবলাররা থাকছেন এ লিগে।

দলগুলো হলো- মরহুম রহমত হোসেন স্মৃতি সংঘ, জাফর ইমাম স্মৃতি সংঘ, মোফাজ্জল হোসেন বেনু স্মৃতি সংঘ, আব্দুল হাকিম স্মৃতি সংঘ, সাদেক আলী স্মৃতি সংঘ ও আনফোর স্মৃতি সংঘ।

উদ্বোধনী খেলায় বিকেল ৪টায় অংশ নেবে জাফর ইমাম স্মৃতি সংঘ ও আব্দুল হাকিম স্মৃতি সংঘ এবং বিকেল ৫টায় খেলবে মোফাজ্জল হোসেন বেনু স্মৃতি সংঘ ও আনফোর স্মৃতি সংঘ।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এসএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।