ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে এশিয়ান যুব বাস্কেটবল বাছাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
শুরু হচ্ছে এশিয়ান যুব বাস্কেটবল বাছাই ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার অংশগ্রহণে জুন থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ট্রিট অনূর্ধ্ব-১৮ এশিয়ান বাস্কেটবল’ এর বাছাইপর্বের খেলা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ০১ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ০২ জুন পর্যন্ত।

এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল আগামী ১৫-২৪ জুলাই ইরানে অনুষ্ঠেয় এশিয়ান জুনিয়র বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে।

সোমবার (৩০ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে টুর্নামেন্ট নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ও সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ও দক্ষিণ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব লে. কমান্ডার এ কে সরকার (অব.), প্রাণ কনফেকশনারি লিমিটেডের বিপনন ও বিক্রয় প্রধান এ কে এম মইনুল ইসলাম মঈন ও ব্র্যান্ড ম্যানেজার শাখাওয়াত হোসেন।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় থাকছে প্রাণ-আরএফএল গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ৩০ মে ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।