ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০১৬’কে সামনে রেখে প্যানেল পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন করেছে সমমনা দাবা পরিষদ। তবে, একটি সূত্র থেকে জানা যায়, প্রহসনের নির্বাচন উল্লেখ করে সম্মিলিত দাবা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (৩০ মে) বিকেলে রাজধানীর একটি হোটেলে প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ সমর্থিত সহ-সভাপতি পদপ্রার্থী কে এম শহিদুল্লাহ, তরফদার মো: রুহুল আমিন, গাজী সাইফুল তারেক ও চৌধুরী নাফিস শরাফত।
একই প্যানেল থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ শাহাবুদ্দিন শামীমও।
অনুষ্ঠানে বক্তারা এদেশের দাবাকে বর্তমান অবস্থা থেকে বের করে এনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার (৩১ মে) বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, একটি সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনিবার্হী পরিষদের আসন্ন নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনিত নির্বাচন কমিশনার চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রনয়নে অনিয়ম ও পক্ষপাতিত্বের প্রতিবাদে সম্মিলিত দাবা পরিষদ নির্বাচন বর্জনের সিন্ধান্ত নিয়েছে।
প্রহসনের নির্বাচন উল্লেখ করে সম্মিলিত দাবা পরিষদ এ সিদ্ধান্ত নেয় বলে জানা যায়।
সম্মিলিত দাবা পরিষদ অভিযোগ করে জানান, ‘অনেক কাউন্সিলর বিভিন্ন জেলা থেকে কাউন্সিলর হয়ে আসলেও সেগুলোর বৈধতা যাচাই-বাছাই না করেই বৈধতা দেখানো হয়েছে। অনিয়ম ও প্রশ্নবিদ্ধ কাউন্সিলর তালিকার মধ্যে দিয়ে আর যাই হোক সুষ্ঠু নির্বাচন হতে পারে না। মাননীয় হাইকোর্ট আমাদের প্যানেলে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার প্রত্যাশী কাউন্সিলর লায়ন মো. মজিবুর রহমান হাওলাদার বরিশাল জেলা থেকে বৈধভাবেই যে এসেছিলেন তার সঠিক রায় প্রদান করেছেন। একটি পক্ষকে জয়ী করতে এ নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিধায় সম্মিলিত দাবা পরিষদ নির্বাচন বর্জনের সিন্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ৩০ মে ২০১৬
এইচএল/এমআর