ঢাকা: অষ্টম জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে। গত রোববার থেকে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে শুরু হয় ‘অষ্টম জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতা-২০১৬’।
এবারের অষ্টম জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতায় ৭টি স্বর্ণপদক পেয়ে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয়েছে বসুন্ধরা গ্রুপ তায়কোয়নদো দল।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার।
এবারের অষ্টম জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতায় কিডস (বালক-বালিকা), জুনিয়র (বালক-বালিকা) ও সিনিয়র (নারী-পুরুষ) ক্যাটাগোরিতে বিভিন্ন জেলা ও সংস্থার ১৬০ জন খেলোয়াড় অংশ নেয়।
অংশ নেওয়া জেলা ও দলের মধ্যে ছিল ঢাকা জেলা, মুন্সিগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা, শরিয়তপুর জেলা, মাদারীপুর জেলা, ফরিদপুর জেলা, লক্ষ্মীপুর জেলা, রংপুর জেলা, চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, রাজশাহী জেলা, বাংলাদেশ আসনার ও বসুন্ধরা গ্রুপ তায়কোয়নদো দল।
বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, ০১ জুন ২০১৬
এমআর