ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

দাবায় পূর্ণ প্যানেলে জয়ী সমমনা পরিষদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, জুন ১, ২০১৬
দাবায় পূর্ণ প্যানেলে জয়ী সমমনা পরিষদ

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন পরিষদ সমর্থিত সমমনা পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে।

 

মঙ্গলবার (৩১ মে) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সহ-সভাপতি পদে গাজী সাইফুল তারেক (৭৯ ভোট), কে এম শহিদউল্যা (৭৭ ভোট), তরাফদার মোঃ রুহুল আমিন (৭৭ ভোট) ও চৌধুরী নাফিজ শারাফাত (৭৫ ভোট) নির্বাচিত হন।

এছাড়া, সাধারণ সম্পাদক পদে সৈয়দ শাহাবুদ্দিন শামীম ((৭৬ ভোট), যুগ্ম সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান পলাশ (৭৬ ভোট) ও মাসুদুর রহমান মল্লিক দিপু (৭৬ ভোট), কোষাধ্যক্ষ পদে মাহির আলী খান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

সদস্য পদে কামরুজ্জামান ভূঁইয়া (৭৮ ভোট), ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান (৭৮ ভোট), নিজামুল ইসলাম খান (৭৮ ভোট), মোঃ লিয়াকত আলী খান (৭৮ ভোট), কাজী জাকেরুল মওলা (৭৮ ভোট), মোঃ রাশেদ হোসেন ফারুক (৭৮ ভোট), মোঃ বেলাল হোসেন (৭৮ ভোট), আনজুমান আরা আকসির (৭৮ ভোট), রফিকুল ইসলাম (৭৮ ভোট), জাকির আহমেদ (৭৮ ভোট), বাহার উদ্দিন বাহার (৭৭ ভোট), মোঃ আলাউদ্দিন সাজু (৭৭ ভোট), নাজাম নাকভী (৭৭ ভোট), দেবাশীষ দে (৭৬ ভোট), শেখ মনিরুল ইসলাম আলমগীর (৭৬ ভোট) ও ডাঃ মনিরুল ইসলাম (৭৫ ভোট) প্রাথমিকভাবে নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, ০১ জুন ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।