ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

হকিতে আবাহনীর বড় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, জুন ১, ২০১৬
হকিতে আবাহনীর বড় জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: প্রিমিয়ার হকি লিগে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ওয়ান্ডরার্সকে হারিয়ে চলমান লিগে চতুর্থ জয় পেয়েছে আবাহনী।

৯-৩ গোলে শিরোপা প্রত্যাশী দলটি হারিয়েছে ওয়ান্ডারার্সকে।

 

এ জয়ের ফলে ছয় ম্যাচের চারটিতে জিতে আর দুটিতে ড্র করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আবাহনী। ১৫ পয়েন্ট নিয়ে ঊষা ক্রীড়া চক্র শীর্ষে রয়েছে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোহাম্মদ ইরফান তিনটি ও শাকিল আব্বাসি দুটি গোল করেন। বাকি গোল করেন রুম্মান সরকার, শাফকাত রসুল, তাওসিক আরশাদ ও মাকসুদ আলম হাবুল।

ম্যাচের ১৩ মিনিটে রোম্মান সরকারের ফিল্ড গোল এগিয়ে যায় আবাহনী। ১৫ মিনিটে শাফকাত রাসুল ফিল্ড গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। ১৮ মিনিটের মাথায় ওয়ান্ডারার্সের খলিলুর রহমান ফিল্ড গোল করে ব্যবধান কমে (২-১)।

২৫ মিনিটে আবাহনীর হয়ে তৃতীয় গোল করেন শাকিল আব্বাসি। ৪২ মিনিটের মাথায় আবারো গোল করেন শাকিল। এর তিন মিনিট পর তৌশিক আরশাদ গোলের দেখা পান। ৪৮তম মিনিটে জাসবিন্দর সিং ওয়ান্ডরার্সকে দ্বিতীয় গোল এনে দেন। এক মিনিট পরেই (৪৯ মিনিটে) মাকসুদ আলম হাবুল গোল করলে ৬-২ গোলে এগিয়ে যায় আবাহনী।

এরপর ৫২ ও ৫৭ মিনিটে মোহাম্মদ ইরফান আরও দুটি গোল করেন। ৬৬ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তবে, এর আগে ম্যাচের ৬৩ মিনিটে ওয়ান্ডরার্সের জাসবিন্দর সিং ফিল্ড গোল করেন।

বাকি সময়ে আর কোনো গোল না হলে ৯-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাহবুব হারুনের শিষ্যরা।

ছয় ম্যাচে তিনটি জয়, দুইটি পরাজয় আর একটি ড্রতে ওয়ান্ডারার্সের সংগ্রহ ১০ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, ০১ জুন ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।