ঢাকা: বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল আবু এসরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপদেষ্টা নাসির এ চৌধুরীসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার (০১ জুন) বাংলাদেশ বিমান বাহিনী সদরদফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ফারজানা চৌধুরী এবং শফিক মেনহাজ খান।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও হকি ফেডারেশনের উন্নয়নের জন্য গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ৩ বছরে ১ কোটি টাকা অনুদানের প্রতিশ্রুতিবদ্ধ হন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ০১, ২০১৬
আইএ