ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

অভিভাবকহীন গ্রিন ডেল্টা হকি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ১, ২০১৬
অভিভাবকহীন গ্রিন ডেল্টা হকি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কী হচ্ছে এসব হকিতে? কথায় কথায় খেলা বন্ধ! দফায় দফায় মারামারি, ধাক্কাধাক্কি। যেন দেখার কেউ নেই, বলারও কেউ নেই।

আর এর ফলে নির্ধারিত ৭০ মিনিটের খেলা শেষ হচ্ছে আড়াই ঘণ্টায়! পরিতাপের বিষয় হলো এসব নিয়ে ফেডারেশনের কোন মাথা ব্যাথাই নেই। এমন অস্থিরতা ও গোলযোগের মধ্য দিয়েই চলছে দেশের হকির সব চাইতে বড় আসর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স হকি প্রিমিয়ার হকি।

বুধবার (১ জুন) মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি ছিল মেরিনার্স ও সোনালী ব্যাংকের মধ্যকার যেখানে রেফারির সিদ্ধান্তের চার দফা খেলা বন্ধ ছিল। এভাবে খেলা বন্ধ ও শুরুর নাটকীয়তা শেষে নির্ধারিত সময় ৭০ মিনিটের খেলা শেষ হয় আড়াই ঘণ্টায়!

তবে স্বস্তির ব্যাপার হলো আড়াই ঘন্টা পরে অবশেষে ম্যাচের ফলাফল হয়েছে। যেখানে মেরিনার্সের কাছে ২-১ গোলে হেরেছে সোনালী ব্যাংক। আর মোহামেডান ও ঊষার মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি শেষ হয়েছে অমিমাংশিত অবস্থায়।
 
প্রথম ম্যাচটি দেরিতে শেষ হওয়ায় দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হতে স্বাভাবিক ভাবেই দেরি হয়। ম্যাচ শুরুর সময় ৪টা হলেও মাঠে গড়ায় ১ ঘণ্টা পরে অর্থাত বিকেল ৫টায়।

দ্বিতীয় ম্যাচে মোহামেডানের বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধের ১০ মিনিটে আলিম বেলালের পেনাল্টি কর্নারের গোলে ১-০ তে লিড পায়ে ঊষা ক্রীড়া চক্র।
তবে দলিটির এগিয়ে থাকা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি কেননা ১৫ মিনিটে জিমির ফিল্ড গোল খেলায় ১-১ সমতা আনে।

মোহামেডান সমতায় ফেরার ঠিক তিন মিনিট পরেই কৃষ্ণ কুমারের ফিল্ড গোলে ২-১ এগিয়ে যায় ঊষা। হাই ভোল্টেজ এই ম্যাচে দু’দলের প্রতিদ্বন্দ্বিতা এতটাই তীব্র ছিল যে দ্বিতীয়বার ঊষা লিড নেয়ার মাত্র দুই মিনিটের মধ্যেই আবার খেলায় ২-২ সমতা আসে। এবারের গোলের নায়ক অবশ্য মোহামেডানের ইমরান।

খেলা সমতায় আসার পর প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে প্রমার্ধেই এগিয়ে আক্রমণের ধার বাড়ায় দু’দল। কিন্তু আক্রমণ ভাগের নিখুঁত ফিনিশিংয়ের অভাবে কোন দলই জালে বল জড়াতে না পারলে সমাতা নিয়েই যেতে হয় বিরতিতে।

প্রথমার্ধের বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে প্লেয়ারদের সাথে ধাক্কাধাক্কির ফলে আবার খেলা বন্ধ হয়ে যায়। এবার অবশ্য শুরু হতে বেশি সময় নেয়নি। কিন্তু শুরুর পর মোহামেডানে বিপক্ষে ঊষার পেনাল্টি কর্ণার নিয়ে সিদ্ধান্তহীনতার ফলে দ্বিতীয় দফায় খলা বন্ধ হবার পর আর মাঠে গড়ায়নি। ফলে অমিমাংশিত অবস্থায় শেষ হয় দিনের দ্বিতীয় ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ১ জুন ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।