টাঙ্গাইল: সুইমিং ফেডারেশন ও নৌ-বাহিনীর যৌথ উদ্যোগে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(০২ জুন) সকালে টাঙ্গাইল মৎস্য সমিতির লেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ফজলুর রহমান খান ফারুক প্রধান অতিথি থেকে সাঁতারুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, কমান্ডার এসএম মাহমুদুর রহমান, লে. কমান্ডার নাঈমুল হক, লে. কমান্ডার এম নাহিদ ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ হাসান খান ফিরোজ প্রমুখ।
‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতায় বয়সভিত্তিক ৪টি গ্রুপে ৯২ জন ছেলে ও ৪ জন মেয়েসহ মোট ৯৬ জন সাঁতারু অংশ গ্রহণ করে। এদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ০২, ২০১৬
পিসি/