ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

উজবেকিস্তানে মিনহাজ জিতলেও হেরেছেন শিরিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ৩, ২০১৬
উজবেকিস্তানে মিনহাজ জিতলেও হেরেছেন শিরিন

ঢাকা: উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠানরত এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে জয় পেয়েছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ। একই দিন হেরেছেন মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন।

 

অষ্টম রাউন্ডের খেলা শেষে মিনহাজ ৮ খেলায় ৫ পয়েন্ট এবং মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ৮ খেলায় ২.৫ পয়েন্ট অর্জন করেছেন।

অষ্টম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে মিনহাজ চিনের ফিদে মাস্টার ঝি ইউয়িকে পরাজিত করেন। চতুর্থ জয়ে ২৩তম স্থানে আছেন এই আন্তর্জাতিক মাস্টার।

মহিলা বিভাগে শিরিন স্বাগতিক উজবেকিস্তানের শাপারোভা সিতোরার কাছে হেরে যান। ৩০তম স্থানে আছেন বাংলাদেশের এই মহিলা ফিদে মাস্টার।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০৩ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।