ঢাকা: চলমান প্রিমিয়ার ডিভিশন হকি লিগে সোনালী ব্যাংককে হারিয়েছে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড। দিনের প্রথম ম্যাচে আজাদ এসসিকে উড়িয়ে দেয় মেরিনার ইয়াংস ক্লাব।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার (০৩ জুন) দিনের প্রথম ম্যাচে মেরিনার ইয়াংস ৮-০ গোলে হারায় আজাদ এসসিকে। আর দ্বিতীয় ম্যাচে সোনালী ব্যাংককে ৪-৩ গোলে হারায় আবাহনী।
মেরিনার ইয়াংসের হয়ে আরশাদ হোসেন চারটি গোল করেন। এছাড়া, দলপতি মামুনুর রহমান চয়ন, সোহানুর রহমান, রাজু আহমেদ তপু ও মইনুল ইসলাম কৌশিক বাকি গোলগুলো করেন।
দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনীর হয়ে গোল করেন তোশিক আরশাদ, রুম্মান সরকার, শাকিল আব্বাসি ও মোহাম্মদ ইরফান। সোনালী ব্যাংকের গোলগুলো করেন তাহের আলী, তোশিক আহমেদ ও ইহসান উল্লাহ খান। এ ম্যাচে জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে মাহবুব হারুনের শিষ্যরা।
সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট আবাহনীর। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা ঊষা ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সাত ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে মেরিনার ইয়াংসের পয়েন্টও ঊষার সমান (১৬)। তবে গোল পার্থক্যে তৃতীয় স্থানে আছে তারা।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ০৩ জুন ২০১৬
এমআরপি