ঢাকা: প্রিমিয়ার ডিভিশন হকি লিগের চলমান আসরের ম্যাচে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে মোহামেডান। শনিবার (০৪ জুন) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উত্তেজনা ছড়ানো ম্যাচে বাংলাদেশ স্পোর্টিংকে ৪-৩ গোলে হারিয়েছে সাদা-কালো শিবির।
এবারের আসরের শুরু থেকেই বাজে রেফারিং আর টার্ফে খেলোয়াড়দের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটলেও আজকের ম্যাচে দ্বিতীয়ার্ধে একটু বেশিই উত্তেজনা দেখা যায়। মোহামেডানের চন্দন বাংলাদেশ স্পোর্টিংয়ের দুই পাকিস্তানি খেলোয়াড় শাহবাজ আলী ও সেরাজ আলীকে লাঞ্ছিত করেন।
এমন অখেলোয়াড়সুলভ আচরণের জন্য চন্দনকে লাল কার্ড ও শাহবাজকে হলুদকার্ড দেখান দায়িত্বে থাকা রেফারি। এমন গোলোযোগপূর্ণ পরিস্থিতিতে খেলা বন্ধ ছিল প্রায় ২০ মিনিট। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয়েছে, যেখানে মোহামেডান জিতেছে ৪-৩ গোলে।
বাংলাদেশ স্পোর্টিংয়ের বিপক্ষে খেলতে নেমে শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ নেয় মোহামেডান। ম্যাচের ১২ মিনিটে কামরুজ্জামানের ফিল্ডগোলে ১-০ তে লিড পায় দলটি। এরপর ১৫ মিনিটে চন্দন ও ১৭ মিনিটে সালমানের পেনাল্টি কর্নারের গোলে প্রথমার্ধেই ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতে জ্বলে উঠেন মোহামেডানের তাসভার আব্বাস। আর তাতেই ৪-০ তে এগিয়ে থেকে বাংলাদেশ স্পোর্টিংকে ম্যাচ থেকে এক রকম ছিটকে দেয় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।
এর পরের পুরো সময়টি অবশ্য বাংলাদেশ স্পোর্টিংয়ের। ৫০ মিনিটে বেলাল ও ৬৩ মিনিটে প্রিন্সের ফিল্ড গোলে ব্যবধান ৪-২ এ কমায় দলটি।
আর খেলা শেষের মাত্র এক মিনিট আগে ফিল্ড গোল থেকে প্রিন্স মোহামেডানের জালে বল জড়ালেও ৪-৩ জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ৪ জুন ২০১৬
এইচএল/এমআরপি