ঢাকা: ইমতিয়াজের জোড়া ফিল্ড গোলে গ্রিন ডেলটা হকিতে সাধারণ বীমাকে ২-১ গোলে হারিয়েছে অ্যাজাক্স। সাধারণ বীমার হয়ে একমাত্র গোলটি করেন জিয়াউর রহমান।
শনিবার (০৪ জুন) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকে ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত বেশ ভালই প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল দু’দল। আক্রমণের পসরা সাজিয়ে এগিয়ে যাবার লড়াইয়ে কেউই কারও চেয়ে কম যায়নি।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে অ্যাজাক্সের হয়ে দলটির অধিনায়ক ইমতিয়াজ আহমেদ সাধারণ বীমার জালে বল জড়িয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন। আর এই ১-০’র লিড নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় দলটি।
বিরতি থেকে ফিরে আবার জ্বলে উঠে অ্যাজাক্স। এবারও দলটির জ্বলে উঠার নেপথ্যের নায়ক অধিনায়ক ইমতিয়াজ। দ্বিতীয়ার্ধের শুরুতে তারই করা দ্বিতীয় গোলে ২-০ তে ব্যবধান বাড়ায়।
তবে ইমতিয়াজরা শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রাখতে পারেননি। খেলার নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে সাধারণ বীমার জিয়াউর রহমান পেনাল্টি কর্নার থেকে অ্যাজাক্সের জালে বল ঠেলে ২-১ এ ব্যবধান কমান।
এর কিছুক্ষণ পরেই আম্পায়ার বাঁশিতে শেষ ফুঁ দিলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাজাক্স।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০৪ জুন ২০১৬
এইচএল/এমআরপি