ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

আন্তঃদাবায় উজবেকিস্তানে মিনহাজ ২১তম, শারমীন ২৯তম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ৪, ২০১৬
আন্তঃদাবায় উজবেকিস্তানে মিনহাজ ২১তম, শারমীন ২৯তম

ঢাকা: উজবেকিস্তানের তাশখন্দ শহরে অনুষ্ঠিত এশিয়ান কন্টিনেন্টাল আন্তঃদাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ২১তম স্থান লাভ করেছেন। মিনহাজ ৯ খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে ২১তম স্থান লাভ করেন।

 

মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ৯ খেলায় ৩ পয়েন্ট পেয়ে ২৯তম স্থান অর্জন করেছেন।

নবম বা শেষ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে মিনহাজ চিনের গ্র্যান্ড মাস্টার বাই জিনসির সাথে এবং শিরিন ইরাকের আন্তর্জাতিক মহিলা মাস্টার আল রুফাইয়ি ইমান হাসান মুহাম্মদের সাথে ড্র করেন ।

ওপেন বিভাগে ভারতের গ্র্যান্ড মাস্টার এস,পি, সেতুরামান ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন এবং মহিলা বিভাগে ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার কুলকার্নি ভক্তি ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন।

ওপেন বিভাগে এশিয়ার ১৯টি দেশের ২৮জন গ্র্যান্ড মাস্টার ও ১৩জন আন্তর্জাতিক মাস্টারসহ ৯১জন খেলোয়াড় এবং মহিলা বিভাগের এশিয়ার ১৫টি দেশের ৮জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ৬জন আন্তর্জাতিক মাস্টার ও ৭জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ৩৫জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

এদিকে, এশিয়ান আন্তঃ বিদ্যুতগতি দাবার ওপেন বিভাগে মিনহাজ ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ৮৯জনের মধ্যে ৩১তম এবং মহিলা বিভাগে ৯ খেলায় ৩ পয়েন্ট পেয়ে ৩৫জনের মধ্যে শিরিন ৩১তম ও আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা ৩২তম হন।

এছাড়া, নেপালের কাঠমুন্ডতে অনুষ্ঠিত চক্রতীর্থ চোভার আন্তর্জাতিক ওপেন ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় (অনুর্ধ্ব-২২০০ রেটিং) ৯ খেলায় ৫.৫ পয়েন্ট করে নিয়ে শফিক আহমেদ ২২তম এবং মোঃ মতিউর রহমান মামুন ২৩তম স্থান লাভ করেন। বাংলাদেশ ভারত ও নেপলের ৮৫জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ০৪ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।