ঢাকা: গ্রিন ডেল্টা হকিতে জয়রথ ছুঠে চলেছে ঊষা ক্রীড়া চক্রের। আগের ম্যাচগুলোর ধারাবাহিকতায় আজাদ স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচেও ৬-১ ব্যবধানের বড় জয় পেয়েছে হকিতে অদম্য এই দলটি।
রোববার (৫ জুন) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকে ঊষা। দলটির আক্রমণের ধারে এক রকম কোণঠাসা হয়ে পড়ে আজাদ স্পোর্টিং ক্লাব।
এদিন ঊষার প্রথম গোলটি আসে খেলার ৬ মিনিটে। দলটির আক্রমণভাগের খেলোয়াড় নিলয়ের দারুন এক ফিল্ড গোলে লিড পায় ঊষা।
ঊষার পরের গোলটি আসে এর চার মিনিট পর। পুষ্কর খিসা মিমোর ফিল্ড গোল খেলায় ব্যবধান দ্বিগুন করে।
প্রথমার্ধের ১০ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে আজাদও বসে ছিল না। ১৬ মিনিটে দলের আক্রমণভাগের খেলোয়াড় তাহমিদ ঊষার জালে বল ঠেলে ব্যবধান ২-১ এ কমান।
তাহমিদের গোল খেলায় ব্যবধান কমানোর ১৪ মিনিট পরে আবার ফিল্ড গোল থেকে ব্যবধান ৩-১ এ নিয়ে যান নিলয়। এখানেই থেমে থাকেননি এই ঊষা স্ট্রাইকার। প্রথমার্ধ শেষের মাত্র ২ মিনিট আগে আবার আজাদ স্পোর্টিং জালে বল জড়িয়ে নিজের হ্যাটট্রিক তুলে নিয়ে দলকে এনে দেন ৪-১ এর অধরা ব্যবধান।
আর ৪-১ এর এই বড় ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় দলটি।
বিরতি থেকে ফিরেও দাপুটে খেলা খেলেছে ঊষা। ৩৯ মিনিটে কৃষ্ণ কুমার ও ৪০ মিনিটে মিনিটে মিমোর ফিল্ড গোলে ৬-১ এর বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঊষা ক্রীড়া চক্র।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ৫ জুন ২০১৬
এইচএল/এমআরএম