ঢাকা: গ্রিন ডেলটা হকিতে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে রেলওয়ে স্পোর্টিং ক্লাব। ওয়ান্ডারার্সের হয়ে গোল পেয়েছেন শুভ, মানপ্রিত সিং, বিশাল, রকিবুল ও জগজিত সিং।
রোববার (৫ জুন) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে প্রথমার্ধের খেলায় আল নাহিয়ান শুভ ও মানপ্রিত সিংয়ের গোলে ২-০ তে লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় ঢাকা ওয়ান্ডারার্স।
প্রথমার্ধে এগিয়ে থাকা ওয়ান্ডারার্স দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণের ধার আরও বাড়ালে দ্বিতীয়ার্ধের শুরুতেই বিশালের গোলে ৩-০ তে লিড পায়।
এরপর ওয়ান্ডারার্সের হয়ে রকিবুল ও জগজিত সিংহ আরও দু’বার রেলওয়ের জালে বল জড়ালে ৫-০ তে বিধ্বস্ত হয়ে হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে রেলওয়ে স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ৫ জুন ২০১৬
এইচএল/এমআরএম