ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

আন্তর্জাতিক দাবায় মুম্বাইয়ে তৃতীয় স্থানে জিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুন ৫, ২০১৬
আন্তর্জাতিক দাবায় মুম্বাইয়ে তৃতীয় স্থানে জিয়া

ঢাকা: ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠানরত নবম মুম্বাই মেয়রস কাপ আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

 

পঞ্চম রাউন্ডের খেলা শেষে ৪ পয়েন্ট নিয়ে ১৩জনের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন জিয়া।

বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ সাড়ে তিন পয়েন্ট, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও যোয়ার হক প্রধান তিন পয়েন্ট, সাইফ পাওয়ারটেকের মোহাম্মদ সিরাজুল কবীর আড়াই পয়েন্ট,  একসেস চেসের মোঃ জামাল উদ্দিন, কাজী মাহবুব আফজাল, কুষ্টিয়ার আব্দুর রাজ্জাক দুই পয়েন্ট রুবেল পারভেজ ও নুরুল ইসলাম মাহিন দেড় পয়েন্ট, মোঃ রাজু আহমেদ এক পয়েন্ট, মোঃ মনির হোসেন ও আবুল কাশেম আধা পয়েন্ট করে অর্জন করেন।

পঞ্চম রাউন্ডের খেলায় জিয়া ভারতের রাম কৃষ্ণাণকে, আমির ভারতের ভানতিকা আগারওয়ালকে ও মাহিন নেপালের প্রধান মোহন সিংকে পরাজিত করেন।

এছাড়া, নাসির ভারতের থানকি হিমাল কারসানজির সাথে, সিরাজ ভারতের শাহ রিসাবের সাখে, জামাল ভারতের দেবানস রাট্টির সাথে, রুবেল ভারতের আরচি আগারওয়ালের সাথে ও রাজু কাশেমের সাথে ড্র করেন। যোয়ার ভারতের সাম্মিদ জয়কুমার শেঠির কাছে, আফজাল ভারতের ভারটাক্কি অমরদিপের কাছে, রাজ্জাক ভারতের ফিদে মাস্টার তিওয়ারি অশ্বিনির কাছে, মনির ভারতের সঞ্জিব পিতালির কাছে হেরে যান।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৫ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।