ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

হকিতে মেরিনারের প্রত্যাশিত জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ৬, ২০১৬
হকিতে মেরিনারের প্রত্যাশিত জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে ওয়ারি ক্লাবের বিপক্ষে কাঙ্খিত জয় পেয়েছে মেরিনার ইয়াংস ক্লাব। আরশাদ, চয়ন, রাকিব এবং ওয়াকারের গোলে ওয়ারিকে ৪-২ গোলে হারিয়ে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে দলটি।

 

ওয়ারির হয়ে গোল দুটি করেছেন মুসা মিয়া।

সোমবার (০৬ জুন) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে প্রথমার্ধের ৭ মিনিটে ফিল্ড গোল থেকে মুসা মিয়া ওয়ারিকে ১-০ তে এগিয়ে দেন। মুসা দলকে এগিয়ে দিলেও ১৬ মিনিটে আরশাদ হোসেনের ফিল্ড গোল খেলায় ১-১ এ সমতা আনে।

এরপর আবার ২৮ মিনিটে মেরিনারের জালে বল ঠেলে মুসা মিয়া ব্যবধান ২-১ এ নিয়ে গেলেও প্রথমার্ধ শেষের মাত্র ২ মিনিট আগে চয়নের পেনাল্টি কর্নারের গোলে ২-২ এ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় মেরিনার ইয়াংস।

তাদের সেই ধারালো আক্রমণের ধারাবাহিকতায় ৪৩ মিনিটে রাকিব ও ৫৮ মিনিটে ওয়াকার গোল করেন। বাকি সময় আর কোনো গোল না হলে ম্যাচ শেষে ৪-২ এর জয় নিয়ে টার্ফ ছাড়ে মেরিনার।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৬ জুন ২০১৪
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।