ঢাকা: গ্রিন ডেল্টা ইন্সুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে সোনালী ব্যাংকের বিপক্ষে ৫-৪ গোলে জয় পেয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব।
সোমবার (০৬ জুন) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে প্রথমার্ধের ৬ মিনিটে সিরাজ আলীর ফিল্ড গোল বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ১-০ তে লিড এনে দেয়।
সমতায় ফিরে ব্যবধান বাড়াতে উঠে পড়ে লেগে যায় দু’দলই। সেই প্রতিযোগিতায় অবশ্য এগিয়ে ছিল বাংলাদেশ স্পোর্টিংই। ১৩ মিনিটে ও ১৫ মিনিটে প্রিন্সের জোড়া গোল ও ২৬ মিনিটে শহীদের গোলে প্রথমার্ধেই ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ স্পোর্টিং।
বিরতির পর ৩৭ মিনিটে সোনালী ব্যাংকের বেলাল হোসেনের স্ট্রোক থেকে খেলায় ৪-২ এ ব্যবধান কমে। বেলালের পর সোনালী ব্যাংকের হয়ে দলীয় ব্যবধান কমান তৌসিফ। ৪১ মিনিটে তার পেনাল্টি কর্নারের গোল থেকে ব্যবধান কমে আসে ৪-৩ এ।
সোনালী ব্যাংক যখন ব্যবধান কমাতে উদগ্রীব তখন ব্যবধান বাড়ানার প্রতিযোগিতায় মেতে উঠেছিল বাংলাদেশ স্পোর্টিংও। ৪৬ মিনিটে প্রিন্স তৃতীয়বারের মতো সোনালী ব্যাংকের জালে বল ঠেলে হ্যাটট্রিক তুলে নিয়ে দলকে নিয়ে যান ৫-৩ এ।
উল্লেখ করার মতো বিষয় হলো জয় ছিনিয়ে নিতে এদিন ম্যাচের শেষ পর্যন্ত লড়ে গেছে সোনালী ব্যাংক। এমন লড়াকু মানসিকতা নিয়ে খেলা চালিয়ে ম্যাচ শেষের ৪ মিনিট আগে এহসান উল্লাহ আরেকবার স্পোর্টিংয়ের জালে বল জড়িয়ে ব্যবধান ৫-৪ এ কমালেও শেষ রক্ষা হয়নি।
ম্যাচ শেষে জয়ের শেষ হাসি হেসেই মাঠ ছেড়েছে বাংলাদেশ স্পোর্টিং।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ০৬ জুন ২০১৬
এইচএল/এমআরপি