ঢাকা: ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠানরত নবম মুম্বাই মেয়রস কাপ আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান হেরে গেছেন।
সপ্তম রাউন্ডের খেলা শেষে সাড়ে চার পয়েন্ট অর্জন করেছেন জিয়া।
এছাড়া, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ সাত খেলায় চার পয়েন্ট অর্জন করেছেন।
এছাড়া, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ৪ পয়েন্ট, সাইফ পাওয়ারটেকের মোহাম্মদ সিরাজুল কবীর সাড়ে তিন পয়েন্ট, একসেস চেসের মোঃ জামাল উদ্দিন ও যোয়ার হক প্রধান ৩ পয়েন্ট করে অর্জন করেছেন।
সপ্তম রাউন্ডের খেলায় জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার কুলকার্নি বিক্রমাদিত্যর কাছে এবং নাসির রাশিয়ার গ্র্যান্ড মাস্টার গ্লেইজেরভ ইভগেনির কাছে হেরেছেন।
আমিন ভারতের গ্র্যান্ড মাস্টার সন্দিপন চান্দার কাছে, সিরাজ ভারতের আন্তর্জাতিক মাস্টার রবি তেজার কাছে ও যোয়ার ভোসলের কাছে হেরে যান। তবে, জামাল নেপালের ফুয়েল আশিষকে পরাজিত করেন।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ০৬ জুন ২০১৬
এমআরপি