ঢাকা: গ্রিন ডেলটা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় পেয়েছে সোনালী ব্যাংক। সাধারণ বীমাকে ৩-২ গোলে হারিয়ে তারা এই জয় তুলে নেয়।
এরআগে বুধবার (৮ জুন) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে সোনালী ব্যাংকের বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধের ৭ মিনিটে ফারহানের ফিল্ডগোলে ১-০ তে লিড পায় সাধারণ বীমা। শুরুতেই ১-০ তে পিছিয়ে পড়ে সোনালী ব্যাংক চেয়েছে প্রথমার্ধেই খেলায় ফিরতে। কিন্তু নির্ধারিত ৩৫ মিনিটের মধ্যে তারা সেই কাজটি করতে পারেনি।
সোনালী ব্যাংক যা করতে পারেনি তাই করে দেখিয়েছে সাধারণ বীমা। কেননা প্রথমার্ধ শেষের মাত্র ৪ মিনিট আগে আরেকবার ফিল্ডগোল থেকে জাল বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফারহান। এভাবে ২-০ তে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সোনালী ব্যাংক।
তবে বিরতির পর সোনালী ব্যাংকের আক্রমণ ভাগের চেহারাই পাল্টে যায়। আক্রমণ ভাগের সবাই রীতিমত রুদ্ররুপ ধারণ করে ঝাপিয়ে পড়ে সাধারণ বীমা সীমানায়। আর এমন তীব্র আক্রমণে ধারাবাহিকতায় দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটে রাব্বি সালেহিন রকির ফিল্ড গোল থেকে ব্যবধান ২-১ কমায় সোনালী ব্যাংক শিবির।
এরপরের গল্প অবশ্য শুধুই সোনালী ব্যাংকের কেননা, সাধারণ বীমাকে এতটুকু পাত্তা না দিয়ে ৪৪ ও ৫২ মিনিটে তৌসিফ দু’বার বীমার জালে বল জড়ালে, ম্যাচ শেষে ৩-২ এ জয় নিয়ে মাঠ ছাড়ে সোনালী ব্যাংক।
দিনের অপর ম্যাচে ওয়ারিকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওনডার্স ক্লাব
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ৮ জুন, ২০১৬
এইচএল/এমএমএস