ঢাকা: কিংবদন্তি আইস হকি খেলোয়াড় গর্ডন হো (গর্ডি হো) ৮৮ বছর বয়সে শুক্রবার (১০ জুন) মৃত্যুবরণ করেছেন। কানাডা জাতীয় দলের হয়ে খেলা এই বিশ্বখ্যাত হকি খেলোয়াড় আমেরিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
না ফেরার দেশে যাওয়া এই কিংবদন্তি ‘মিস্টার হকি’ নামেই পরিচিতি পেয়েছিলেন।
১৯৪৬ সালে হকিতে অভিষিক্ত হন গর্ডি হো। মাত্র ১৮ বছর বয়সে অভিষিক্ত এই কিংবদন্তি ১৯৭১ সালে অবসর নেন। ২৫ বছর বয়সে তিনি ‘মিস্টার হকি’ খেতাব পান।
আইস হকির এই তারকা জাতীয় হকি লিগে খেলেছেন এক হাজার ৭৬৭টি ম্যাচ। রাইট উইং পজিশনে খেলা গর্ডি হো এক মৌসুমে সর্বোচ্চ ২২টি গোল করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। ২৩বার খেলেছিলেন বিশ্ব হকির অলস্টারস দলে। মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন ‘মিস্টার হকি’।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১০ জুন ২০১৬
এমআরপি