ঢাকা: চলতি প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয়রথ ছুটে চলছে ঊষা ক্রীড়া চক্রের। জয়ের ধারায় আছে আবাহনী লিমিটেডও।
সাধারণ বীমাকে ৭-১ গোলে হারিয়েছে ঊষা। অপরদিকে, অ্যাজাক্স এসসির বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছে আবাহনী। শীর্ষস্থান ধরে রাখা ঊষার পরেই পয়েন্ট টেবিলে আবাহনীর অবস্থান।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে আবাহনীর হয়ে হ্যাটট্রিক করেন মাকদুস আলম হাবুল। এছাড়া, রুম্মান সরকার দুটি ও শেখ মো: নান্নু একটি গোল করেন।
এ ম্যাচে জয় নিয়ে আবাহনী তাদের সপ্তম জয় পেল। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। আর ছয়টি ম্যাচে হারা অ্যাজাক্সের পয়েন্ট ৭।
এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে ঊষার হয়ে একাই চার গোল করেন দেশসেরা ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয়। এছাড়া, একটি করে গোল আসে কৃষ্ণ কুমার দাস, আসফাক নেওয়াজ ও আলিম বেলালের স্টিক থেকে।
সাধারণ বীমার হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ রসুল।
নয় ম্যাচে অষ্টম জয় নিয়ে ঊষার সংগ্রহ সর্বোচ্চ ২৫ পয়েন্ট। আর সাত ম্যাচ হারা সাধারণ বীমার সঙ্গী ৬ পয়েন্ট।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১০ জুন ২০১৬
এমআরপি