ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ভালোই হলো গতির রাজার প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, জুন ১২, ২০১৬
ভালোই হলো গতির রাজার প্রস্তুতি ছবি: সংগৃহীত

ঢাকা: অলিম্পিক চ্যাম্পিয়ন গতির রাজা উসাইন বোল্ট আসন্ন রিও অলিম্পিকে নামার আগে বছরের দ্বিতীয় সেরা টাইমিং করেছেন। কিংসটনে রেসার্স গ্রাঁ প্রিতে ৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারের দৌড় শেষ করেছেন বোল্ট।

 

চলতি বছর বোল্টের থেকে কম সময় নিয়ে ১০০ দৌড় শেষ করেন ফ্রান্সের জিমি ভিকাউট। ফরাসি এই দৌড়বিদের টাইমিং ছিল ৯.৮৬ সেকেন্ড।

২০১২’র লন্ডন অলিম্পিকের সিলভার পদক পাওয়া স্বদেশী ইয়োহান ব্লেক এবং আরেক দ্রুততম মানব আসফা পাওয়েলকে টপকে জ্যামাইকান গতি দানব বোল্ট দৌড় শেষ করেন। তবে, বোল্টের পরে এই দুই দৌড়বিদ ছিলেন না। ৯.৯৪ সেকেন্ড টাইমিং নিয়ে দ্বিতীয় হন নিকেল আসমেয়াদি। ব্লেক তৃতীয় আর পাওয়েল চতুর্থ স্থান দখল করেন।

এদিকে, দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন কিংসটনের শেলি অ্যান ১১.০৯ সেকেন্ড টাইমিং নিয়ে শীর্ষে থেকে ১০০ মিটার দৌড় শেষ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের বারবারা প্রিয়ের।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, ১২ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।