ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রথমবারের মতো হ্যান্ডবল প্রতিযোগিতা আয়োজন করছে। আগামী ২০ জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হবে।
এজন্য গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে অংশগ্রহণের জন্য আগামী ৩০ জুনের মধ্যে ১১ সদস্যের (৯ জন খেলোয়াড় ১ জন কোচ ও ১ জন ম্যানেজার) তালিকা প্রতিষ্ঠানের প্যাডে ডিআরইউ কার্যালয়ে জমা দিতে হবে।
অংশগ্রহণকারী প্রতিটি দল দুইজন করে অতিথি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে। অতিথি খেলোয়াড়ের মধ্যে অন্য প্রতিষ্ঠানের ডিআরইউ সদস্য এবং সর্বোচ্চ একজন বাইরের খেলোয়াড় নেওয়া যাবে।
সাতজন করে খেলবে এবং কোচ ও ম্যানেজার ডিআরইউর সদস্য হলে তিনিও খেলতে পারবেন।
প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ৩০ জুনের পর কোনোভাবেই এন্ট্রি গ্রহণ করা হবে না। ৩ জুলাই অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ড্র ও বাইলজ চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এসএস/আইএ