ঢাকা: ফুটবল ও ক্রিকেটের পর হকিতেও হেরে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে মেরিনার্স ইয়ং ক্লাবের বিপক্ষে ৩-১ গোলে হেরে গেছে ঢাকার ঐতিহ্যবাহী এই ক্লাবটি।
দিনের অপর ম্যাচে ওয়ারী ক্লাবের কাছে ১৩-১ গোলে উড়ে গেছে রেলওয়ে ক্লাব।
এর আগে বুধবার (১৫ জুন) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে প্রথার্ধের ৬ মিনিটে তাসভার আব্বাসের পেনাল্টি কর্ণারের গোল মোহামেডানকে ১-০ তে এগিয়ে দেয়। এই প্রথম আর এই শেষ। কেননা এরপর মেরিনারের মুর্হুমুহু আক্রমণের মুখে খেই হারানো মোহামেডান আর গোলের দেখা পায়নি।
সমতায় ফেরার তীব্র আকাঙ্খা নিয়ে ১৫ মিনিটে আক্রমণে গিয়ে মেরিনার্সের হয়ে প্রথম গোলটি করেন ওয়াকাস শরীফ। তার ফিল্ড গোল খেলায় ১-১ এ সমতা আনে।
সমতায় ফিরে প্রথমার্ধেই এগিয়ে যেতে আরও বেশ কয়েকটি জোড়ালো আক্রমণ রচনা করেছে মেরিনার্স ইয়ং ক্লাব। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টা ব্যর্থ হলে সমতা নিয়েই যেতে হয় প্রথমার্ধের বিরতিতে।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় মেরিনার্স। তাদের সেই ধারালো আক্রমণে ম্যাচের ৪৯ মিনিটে আবার ওয়াকাস শরীফ পেনাল্টি কর্ণার থেকে জালে বল জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মেরিনার্স।
এগিয়ে থাকা মেরিনার্সকে আরও এগিয়ে দেন আরশাদ হোসেন। ৫৯ মিনিটে তার ফিল্ড গোল থেকে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেরিনার্স ইয়ং ক্লাব।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৫ জুন, ২০১৬
এইচএল/এমএমএস