ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ব্যাকপেইন ছিটকে দিল সিদ্দিকুরকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
ব্যাকপেইন ছিটকে দিল সিদ্দিকুরকে সিদ্দিকুর রহমান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: অবশেষে ব্যাকপেইন সিদ্দকুরের জন্য কাল হয়ে দাঁড়ালো। কেননা হঠাত করেই ব্যাকপেইনে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে কুইন্সকাপের চলতি আসর থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান।


 
বৃহস্পতিবার (১৬ জুন থেকে) থাইল্যান্ডের সামুই কাউন্ট্রি ক্লাবে শুরু হয়েছে গলফের এই আন্তর্জাতিক আসর।
 
আর দু:খজনকভাবে সিদ্দিকুর ব্যাকপেইনে আক্রান্ত হন টুর্নামেন্ট আগের দিন অর্থাত বুধবার (১৫ জুন) বিকেলে টুর্নামেন্ট শুরুর আগে শেষ অনুশীলনে।
 
বিষটি বাংলানিউজটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছে সিদ্দিকুরের ঘনিষ্টসুত্র।
 
ঘনিষ্টসুত্রের মতে, ‘১৫ জুন থাইল্যান্ডে পড়ন্ত বিকেলের  অনুশীলনে পার্টিংয়ের সময় তিনি পিঠে ব্যাথা অনুভব করলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। ’  
 
২০১০ সালে এই সামুই ক্লাব দিয়েই ক্যারিয়ারের স্বর্ণালী সময় শুরু করেছিলেন সিদ্দিকুর। এখানেই তিনি জিতেছিলেন ক্যারিয়ারের প্রথম শীর্ষ ১০ এর খ্যাতি।
 
এর আগে গেল মাসে ইউরোপিয়ান ট্যুরেও পুরো টুর্নামেন্টে বলতে গেলে দুর্দান্তাই ছিলেন এই টাইগার গলফার। কিন্তু শেষ তিন হোলে বাজে পারফর্ম করায় হেরে যান এই লাল সবুজের গলফার।
 
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ১৬ জুন, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।