ঢাকা: গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে সোনালী ব্যাংক ও সাধারণ বীমা। অ্যাজাক্স স্পোর্টিংয়ের বিপক্ষে সোনালী ব্যাংক জয় পেয়েছে ৩-৪ গোলে।
দিনের অপর ম্যাচে সাধারণ বীমা ৫-১ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে।
এর আগে বৃহস্পতিবার (১৬ জুন) মাওলানা ভাষানী স্টেডিয়ামে শুরু থেকেই অ্যাজাক্সের বিপক্ষে দাপুটে খেলা উপহার দিয়েছে সোনালী ব্যাংক।
ম্যাচের ১৫ মিনিটেই তৌসিফের ফিল্ড গোলে ১-০ তে লিড পায় সোনালী ব্যাংক। তৌসিফের গোল সোনালী ব্যাংককে এগিয়ে দিলেও সমতায় ফিরতে সময় নেয়নি অ্যাজাক্স। কেননা, ১৯ মিনিটে রাহাত সারোয়ার ফিল্ড গোল থেকে দলকে ১-১ গোলের সমতায় ফেরান।
সমতায় থাকাটা ঠিক যেন মেনে নিতে পারছিলো না সোনালী ব্যাংক। তাই গোল হজমের পরের মিনিটেই অ্যাজাক্স সীমানায় ঝাঁপিয়ে পড়ে ফিল্ড গোল্ড থেকে ব্যবধান ২-১ এ নিয়ে যান অজিত কুমার ঘোষ।
এর পাঁচ মিনিট পর ফিল্ড গোল থেকে ব্যবধান ৩-১ এ বাড়ান রাব্বি সালেহিন রকি।
প্রথমার্ধ শেষের মাত্র ১ মিনিট আগে আবার রকি অ্যাজাক্স জালে বল ঠেলে ৪-১ ব্যবধান এনে দিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দেন অ্যাজাক্সকে।
ফলে বড় ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় সোনালী ব্যাংক।
তবে বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় অ্যাজাক্স। তাতে ফলাফলও আসে হাতে নাতে। ৫৬ মিনিটে রাহাত আরেকবার অ্যাজাক্সের হয়ে গোল করলে ব্যবধান কমে আসে ৪-২ এ।
সারোয়ারের পর ম্যাচ শেষর দুই মিনিট আগে শহীদুল ইসলাম সোনালী ব্যাংক জালে বল ঠেলে ব্যবধান কামান ৪-৩এ।
এরপর আম্পায়ারের সমাপ্তিসূচক বাঁশি বাজলে জয়ের আনন্দে ভেষে মাঠ ছাড়ে সোনালী ব্যাংক।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ১৬ জুন, ২০১৬
এইচএল/এমএমএস