ঢাকা: ভারতীয় হকি দলের অধিনায়ক সর্দার সিংয়ের বিরুদ্ধে ধর্ষণের মতো ন্যাক্কারজনক অভিযোগ তুলেছেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ নারী। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল থানায় অভিযোগ দায়ের করেন।
বৃটিশ নারী অভিযোগে জানান, তিনি ভারতে অবস্থানকালে সর্দার সিংয়ের প্রেমে পড়েন। তাদের বাগদানও হয়েছিল। ভারতীয় হকি দলের এই অধিনায়ক তাকে ২০১৪ সালের অক্টোবরে পাঁচতারা হোটেল অশোকে নিয়ে যান। সেখানে বিয়ের পূর্ব প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।
এই নারী আরও জানান, সর্দার সিংয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে তার গর্ভে সন্তান আসে।
তবে, ২০১৫ সালের মে মাসে তার গর্ভে আসা সন্তানকে নষ্ট করতে বাধ্য করেন সর্দার সিং। ফলে, চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো পাঞ্জাব পুলিশের কাছে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তবে, তা আমলে নেয়নি পাঞ্জাব পুলিশ।
ব্রিটিশ ওই নারী জানান, বিভিন্ন সময়ে সর্দার সিং তাকে হুমকি দিয়ে আসছিলেন। মুঠোফোনে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। এছাড়া, তাকে এবং তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকিও দেন সর্দার। ফলে তিনি দিল্লি মহিলা কমিশনের দারস্থ হয়েছেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ১৭ জুন ২০১৬
এমআরপি