ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ঊষার কাছে আবাহনীর হার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
ঊষার কাছে আবাহনীর হার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: গ্রিন ডেল্টা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আবাহনী লিমিটেডের বিপক্ষে জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র। আবাহনীকে ৩-২ গোলে হারিয়ে তারা এই জয় তুলে নেয়।

আর এই জয়ে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ঊষা। সমানসংখ্যক ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৬।

দিনের অপর ম্যাচে মেরিনারের কাছে ২২-১ গোলে উড়ে গিয়ে ১১ ম্যাচে কোন পয়েন্ট না নিয়েই শূন্য হাতে সন্তুষ্ট থাকতে হয় রেলওয়ে ক্লাবকে।

শনিবার (১৮ জুন) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে প্রথমার্ধের ১৩ মিনিটে আলিম বেলালের পেনাল্টি গোলে ১-০ তে লিড পায় ঊষা। এরপর ১৯ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান পুষ্কর খিসা মিমো। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে চাপে পড়া আবাহনী খেলায় ফেরে ২৮ মিনিটে। শাকিল আব্বাসির ফিল্ড গোল থেকে ব্যবধান ২-১ এ কমিয়ে বিরতিতে যায় জাকি আহমেদ রিপনের শিষ্যরা।

বিরতির পর আবার জ্বলে উঠে ঊষার আক্রমণভাগ। আর তাতে ফলাফলও আসে বলতে গেলে হাতেনাতেই। ৪৬ মিনিটে পুষ্কর খিসা মিমো দ্বিতীয়বারের মতো আবাহনীর জালে বল ঠেলে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।

মিমোর গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত তাদের এই ব্যবধান ধরে রাখা সম্ভব হয়নি। ৫১ মিনিটে আবাহনীর কাশিফ আলী পেনাল্টি থেকে গোল করে ৩-২ এ ব্যবধান কমান।

এরপর আর কোনো গোল না পেলে আবাহনীকে হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ১৮ জুন ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।