ঢাকা: জয় দিয়ে গ্রিন ডেল্টা প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার সিক্স রাউন্ড শুরু করলো ঊষা ক্রীড়া চক্র। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচেই ওয়ান্ডারার্স ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে কোচ মামুনুর রশীদের শিষ্যরা।
সোমবার (২০ জুন) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে খেলার শুরু থেকেই ওয়ান্ডারার্সের উপর চড়াও হয় ঊষা।
আলিম বেলাল ১২ মিনিটে পেনাল্টি গোলে দলকে ১-০ তে এগিয়ে দেন। পরের গোলটিও তিনি করেন। ২৩ মিনিটে তিনি দ্বিতীয় গোলটি করেন। বেলালের হ্যাটট্রিক গোলটি আসে প্রথমার্ধ শেষের ৭ মিনিট আগে। পেনাল্টি থেকে ওয়ান্ডারার্স জালে বল জড়িয়ে দলকে ৩-০ তে ব্যবধান এনে দেন তিনি। আর এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় ঊষা।
বিরতি থেকে ফিরে আবারও সেই ঊষা ম্যাজিক। ৫৭ মিনিটে নিলয়ের ফিল্ড গোল থেকে ঊষা ৪-০ ব্যবধানে এগিয়ে গেলে ম্যাচ থেকেই ছিটকে যায় ওয়ান্ডারার্স। এরপরের মিনিটে পুষ্কর খিসা মিমোর ফিল্ড গোলে ৫-০ ও ৬৬ মিনিটে কৃষ্ণ কুমারের ফিল্ড গোল ৬-০’র বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ঊষা ক্রীড়া চক্র।
দিনের অপর ম্যাচে মেরিনারের কাছে ১১-১ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব।
রিমন কুমার ঘোষ তিনটি গোল করেন। এছাড়া তৌফিক ও ফজলে রাব্বি দুটি করে গোল দেন। ইশতিয়াক আহমেদ, আরশাদ হোসেন, আশরাফুল ইসলাম ও ওয়াকাস শরিফের স্টিক থেকে একটি করে গোল আসে। বাংলাদেশ এসসির একমাত্র গোলদাতা শহিদ।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ২০ জুন ২০১৬
এইচএল/এমআরপি