ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

সুপার সিক্সে মোহামেডানকে হারালো আবাহনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুন ২১, ২০১৬
সুপার সিক্সে মোহামেডানকে হারালো আবাহনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: গ্রিন ডেল্টা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে সুপার সিক্স রাউন্ডে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। মোহামেডানকে ৪-২ গোলে হারিয়ে তারা এই জয় তুলে নেয়।

 

মঙ্গলবার (২১ জুন) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে প্রথমার্ধের ১৫ মিনিটে কাসিফ আলীর পেনাল্টি গোলে ১-০ তে এগিয়ে যায় আবাহনী। এর ঠিক ৭ মিনিট পরে রাজীব দাসের গোল খেলায় ২-০ তে এগিয়ে দেয় আবাহনীকে।

শুরুতে পিছিয়ে পড়ে ম্যাচের বাকি সময় খেলায় ফিরতে আপ্রাণ চেষ্টা করেও না পেরে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মোহামেডান।
 
তবে প্রথমার্ধে অধরা সাফল্য মোহামেডান শিবিরে ধরা দেয় বিরতির পরই। ৪৩ মিনিটে জিমির ফিল্ড গোল খেলায় ২-১ এ ব্যবধান কমায়। এদিকে ব্যবধান কমিয়ে সেটা খুব বেশিক্ষণ নিজেদের দখলে রাখতে পারেনি সাদাকালো শিবির। ৪৮ মিনিটে শফিক রাসুলের ফিল্ড গোল বাবাহনীকে ৩-১ এর লিড এনে দেয়।
 
শফিক ম্যাচে ব্যবধান বাড়ালেও ৫৮ মিনিট মোহামেডানের ইমরান পেনাল্টির মাধ্যমে স্কোর লাইন ৩-২ এ নিয়ে আসেন।
 
এই ব্যবধানটিও শেষ পর্যন্ত মোহামেডান ধরে রাখতে পারেনি। ৬১ মিনিটে রাজিব দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে ৪-২ ব্যবধানে জয় পাইয়ে দিয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘন্টা, ২১ জুন ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।