ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

১০৬ বছর বয়সে বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুন ২১, ২০১৬
১০৬ বছর বয়সে বিশ্বরেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: তিন বছর আগে বিশ্বের সর্বোচ্চ বয়স্ক মানুষ হিসেবে স্কাইড্রাইভে বিশ্বরেকর্ড করেন আইদা জেমানকুই। সবথেকে বয়স্ক নারী হিসেবে অলিম্পিকের মশাল বহনকারী ব্যক্তি হিসেবে এবার তিনিই গড়লেন রেকর্ড।

 

‘অ্যাথলেটের গ্রান্ডমা’ নামে পরিচিত জেমানকুই ১০৬ বছর বয়সে অলিম্পিকের মশাল নিয়ে দৌড়েছেন।

এর আগে ১০১ বছর বয়সে শীতকালীন অলিম্পিকের আসরে (২০১৪ সালের অলিম্পিকের আসর) সোচিতে মশাল নিয়ে দৌড়েছিলেন আলেকজান্ডার কাপতারেনকো। এরপর থেকে তিনিই ছিলেন মশাল বহনকারী বয়স্ক অ্যাথলেট।

নতুন রেকর্ড গড়ে জেমানকুই জানান, আমি দারুণ উপভোগ করেছি। এমন সুযোগ পেয়ে সত্যিই নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি আমার জীবনে এমন দারুণ সুযোগের আশা করিনি। এখন মনে হচ্ছে শুধু ধন্যই না, আমি গর্বিত।

অলিম্পিকের ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রেখে ৩২৫টি শহরে ৯৫ দিনের মশালবহনে অংশ নেবেন প্রায় এক হাজার দুইশো রানার। আগামী ০৫ আগস্ট রিওর মারাকানা স্টেডিয়াম হবে অলিম্পিক মশালটির শেষ গন্তব্য।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ২১ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।