ঢাকা: গ্রিন ডেল্টা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে সুপার সিক্স রাউন্ডের নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র ও মেরিনার ইয়ং ক্লাব। বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৬-২ গোলের বড় জয় পেয়েছে ঊষা আর ওয়ান্ডারার্স ক্লাবকে ৮-২ গোলে উড়িয়ে দিয়েছে মেরিনার।
এর আগে বুধবার (২২ জুন) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে শুরুটা এগিয়ে থেকেই করেছিল বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধের ৬ মিনিটে সিরাজ আলীর পেনাল্টি কর্ণারের গোল দলটিকে ১-০তে এগিয়ে দেয়।
তবে দলটির এই এগিয়ে থাকা স্থায়ী ছিল মাত্র ৯ মিনিট। কেননা ১৬ মিনিটে ঊষার হয়ে পুষ্কর মিমো খিসা ফিল্ড গোল থেকে প্রথম আঘাতটি হেনে খেলায় ১-১ এ সমতা আনেন।
এরপর প্রথমার্ধের বাদবাকি সময় একের পর এক আক্রমণ করেছে দুদলই। সফল না হলে সমতা নিয়েই বিরতিতে যায় ঊষা ও বাংলাদেশ স্পোর্টিং।
বিরতি থেকে ফিরে আক্রমণভাগকে ধার দিয়ে বাংলাদেশ স্পোর্টি সীমানায় আক্রমণের পসরা সাজিয়ে ঝাপিয়ে পড়ে ঊষা। আর দলটির এমন আক্রমণের ধারাবাহিকতায় দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ইরফানের ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ঊষা।
এর ৪ মিনিট পর দলের হয়ে ব্যবধান ৩-১ এ নিয়ে যান কৃষ্ণ কুমার।
কৃষ্ণ কুমারের পর ৫৫ মিনিটে আলিম বেলাল, ৫৭ মিনিটে কৃষ্ণ কুমারের দ্বিতীয় গোল ও ৬৩ মিনিটে নিলয় বাংলাদেশ স্পোর্টিং জালে বল জড়িয়ে ৬-১ গোলে এগিয়ে গেলে ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ স্পোটিং ক্লাব।
তবে ম্যাচের নির্ধারিত সময় শেষের মাত্র ২ মিনিট আগে পেনাল্টি কর্ণার থেকে বেলাল ঊষা জালে বল জড়ান। তবে তাতে কিছু এসে যায়নি। কেননা পুরো ম্যাচ দুর্দান্ত খেলে জয়ের শেষ হাসি হেসেই মাঠ ছেড়েছে এবারের মৌসুমের শিরোপা প্রত্যাশী দল ঊষা ক্রীড়া চক্র।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ২২ জুন, ২০১৬
এইচএল/এমএমএস