ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

মেরি কমের আশায় গুড়েবালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
মেরি কমের আশায় গুড়েবালি

ঢাকা: তার পুরো নাম মাঙ্গতে চুংনেইঝাং মেরি কম। বিশ্ব চেনে এমসি মেরি কম নামে।

৩৩ বছর বয়সী ভারতের এই নারী বক্সার পরিচিত ‘ম্যাগনিফিসিয়েন্ট মেরি কম’ নামে। রিও অলিম্পিকে রিং-এ নামা হচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কমের৷ আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন, এআইবিএ অ্যাড-হক কমিটির চেয়ারম্যান কিষেন নারসি বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতের হয়ে রিও অলিম্পিকে অংশগ্রহণের শেষ সুযোগটিও হাতছাড়া করে ফেলেছেন মেরি কম।

এর আগে মেরি কমের সামনে সমীকরণ ছিল কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত মহিলাদের বিশ্বকাপ বক্সিংয়ে সেমিফাইনালে উঠতে না পারলে ৫১ কেজি বিভাগে আসন্ন রিও অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র পাবেন না। বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করা পাঁচবারের চ্যাম্পিয়ন মেরি কম দ্বিতীয় রাউন্ডে হেরে বসেন। প্রথম রাউন্ডে তিনি সুইডেনের জুলিয়ানা সোডারস্ট্রমকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন। ৫১ কেজি বিভাগে সুইডেনের প্রতিপক্ষকে ৩-০ উড়িয়ে দেন ভারতীয় এই মহিলা বক্সার। তবে, গত ২১ মে দ্বিতীয় রাউন্ডের খেলায় জার্মানির আজিজ নিমানির বিপক্ষে রিংয়ে নেমে হেরে অলিম্পিকের স্বপ্নে পানি ঢেলে দেন এই ভারতীয়।

তারপরও শেষ আশা হিসেবে মেরি কমের সামনে ছিল কাঙ্ক্ষিত ওয়াইল্ড কার্ড (প্রতিযোগিতায় অংশগ্রহণের বিশেষ অনুমতি) হাতে নিয়ে ব্রাজিল গমন। ওয়াইল্ড কার্ডের জন্য ‘অলিম্পিক ট্রিপার্টাইট কমিটি’র কাছে আবেদন করে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।

এআইবিএ অ্যাড-হক কমিটির চেয়ারম্যান কিষেন নারসি জানান, মেরি রিও অলিম্পিকে যেতে পারছে না৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে, আটজনের বেশি বক্সার কোনো দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে না৷ সুতরাং রিও অলিম্পিকে রিংয়ে নামা হচ্ছে মেরির৷ সে রিও অলিম্পিকের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় তাকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়ে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল৷ কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পরিষ্কার জানিয়ে দেয় তা সম্ভব নয়৷

লন্ডন অলিম্পিকে ভারত থেকে মোট আটজন বক্সার অংশ নিয়েছিলেন৷ সেবার সাতজন পুরুষের সঙ্গে একমাত্র নারী হিসেবে গিয়েছিলেন মেরি।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে মহাসমারোহে পর্দা উঠবে দ্য ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের। ০৫ আগস্ট থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতা চলবে ২১ আগস্ট পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ২৩ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।