ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে সর্বোচ্চ অর্থ পুরস্কারের দাবা প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
শুরু হচ্ছে সর্বোচ্চ অর্থ পুরস্কারের দাবা প্রতিযোগিতা

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার খেলা শুক্রবার (২৪ জুন) শুরু হতে যাচ্ছে।

 

জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে দুপুর ৩টা হতে শুরু হবে খেলাগুলো।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব তরফদার মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

দেশের গ্র্যান্ড মাস্টার, আন্তর্জাতিক মাস্টার এবং শীর্ষস্থানীয় রেটিংপ্রাপ্ত দাবা খেলোয়াড় ও ভারতের রেটিং প্রাপ্ত দাবা খেলোয়াড়রা এ ইভেন্টে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

এ প্রতিযোগিতার বিজয়ীদের নগদ মোট পাঁচ লক্ষ টাকার অর্থ পুরস্কারে দেয়া হবে। দেশে অনুষ্ঠিত কোন দাবা ইভেন্টের এটিই সর্বোচ্চ অর্থ পুরস্কার।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২৩ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।