ঢাকা: গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকিতে দুর্দান্ত জয় পেয়েছে মেরিনার্স। মোহামেডানকে ৪-২ গোলে হারিয়েছে তারা।
শুক্রবার (২৪ জুন) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচের দশম মিনিটে ইশতিয়াকের গোলে লিড নেয় মেরিনার্স। ৪৪ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন ইশতিয়াক।
খেলার ৫০ মিনিটে মেরিনার্সের গোল ব্যবধান ৩-০তে নিয়ে যান আশরাফুল ইসলাম। আর ৫৯ মিনিটে ওয়াকাস শরিফের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মেরিনার্স।
তবে, ৬৪ মিনিটে মোহামেডানের হয়ে পাকিস্তানি ফরোয়ার্ড তাসওয়ার আব্বাস গোল করলে ব্যবধান কমে। ৬৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৪-২ এ নামিয়ে আনেন আরেক পাকিস্তানি ফরোয়ার্ড মো: ইমরান।
বাকি সময়ে আর কোনো গোল না হলে এই স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে মেরিনার্স।
১৪ ম্যাচ শেষে মেরিনার্সের অর্জন ৩৭ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ঊষা। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মোহামেডান।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ২৪ জুন ২০১৬
এমআরপি