ঢাকা: গ্রিন ডেল্টা প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার সিক্সে আবাহনী ও ঊষা ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। এই ড্র’য়ে ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে এবারের আসরের দুর্দান্ত দল ঊষা।
আর ঊষার চেয়ে এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আবাহনী।
শনিবার (২৫ জুন) মাওলানা ভাষানী স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই দারুণ খেলে আবাহনী। রক্ষণভাগের দারুণ এক একটি আক্রমণ দলের ভক্তদের মাঝে যোগাচ্ছিলো জয়ের আশা।
আবাহনীর আক্রমণভাগের ধারাবাহিকতায় প্রথমার্ধের ১৪ মিনিটে দিশা হারায় ঊষা। আর সেই সুযোগেই ঊষার রক্ষণ শিবিরে ঢুকে পড়েন আবাহনীর রুম্মন। ডি-বক্সের মধ্যে ঢুকে স্টিকের জোড়ালো রিভার্স হিটে বোর্ডে বল জড়িয়ে আবাহনীকে এনে দেন ১-০ এর ব্যবধান।
সমতায় ফিরতে গোল হজমের পরে প্রথমার্ধের পুরো সময়ই জোর প্রচেষ্টা চালায় ঊষা। কিন্তু আবাহনীর গোলরক্ষকের নৈপুণ্যে তাদের প্রতিটি চেষ্টাই ব্যর্থ হলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ঊষা ক্রীড়া চক্র।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় ঊষা। আর সেই প্রচেষ্টায় সফলতাও পায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারীরা।
তবে দলটির গোল প্রতীক্ষার প্রহর শেষ হয় খেলা শেষের মাত্র ৫ মিনিট আগে। ৬৫ মিনিট আগে পেনাল্টি থেকে আলিম বেলাল আবাহনীর জালে বল জড়ালে ১-১ এ সমতা নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ঊষা ক্রীড়া চক্র।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ২৫ জুন ২০১৬
এইচএল/এমআরপি