ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলায় সোনারগাঁও চেস ক্লাবের মোহাম্দ মানিক বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানকে পরাজিত করেছেন।
শনিবার (২৫ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জ ও দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় মানিক সাদা ঘুঁটি নিয়ে ৭২ চালের মাথায় জিয়ার বিরুদ্ধে জয়ী হন।
এদিকে, দুই গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার জাতীয় চ্যাম্পিয়ন মোহাম্মদ মিনহাজউদ্দিন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান, মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীন, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা সহ ৪৪জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় রাকিব রিপানকে, মিনহাজ হাদিকে, রাজীব নজরে মাওলাকে, শাকিল বদরুলকে, তৈয়ব নাসিমকে, পরাগ সাইফুলকে, আমিন আনিসকে, ইমন মিঠুকে, সিয়াম শহীদুলকে, সোহেল ক্যারলকে, সাইফুল মনিকে, জাভেদ বাবুকে, উতেন শরীয়তকে, ফাহাদ জাফরুলকে, সাইফ শফিককে ও জাকিয়া মোস্তফাকে পরাজিত করেন।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ২৫ জুন ২০১৬
এমআরপি