ঢাকা: জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গতির রাজা উসাইন বোল্টের জ্যামাইকান সতীর্থ কেমার বেইলি কোল। তবে, ভাইরাসে আক্রান্ত হলেও রিও অলিম্পিকের ট্রায়ালে দৌড়াবেন বলে জানিয়েছেন এই স্প্রিন্টার।
২৪ বছর বয়সী বেইলি কোল ২০১২ সালের লন্ডন অলিম্পিকে বোল্টের সঙ্গে দৌড়ে স্বর্ণ জিতেছিলেন। এছাড়া, ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ৪০০ মিটারে বোল্টের সঙ্গে স্বর্ণ জিতেছিলেন এই জ্যামাইকান।
২০১৪ সালে গ্ল্যাসগো কমনওয়েলথে ১০০ মিটারে স্বর্ণপদক জয়ী বেইলি কোল নিজেই জিকা ভাইরাসের কথা জানিয়েছেন। রিও অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে থাকা এই স্প্রিন্টার জানান, আমি গত কিছুদিন ধরেই ব্যাক-পেইন এবং পেশীতে ব্যথা অনুভব করছিলাম। কিন্তু, এগুলোকে নিয়ে না ভেবে আমি আমার অলিম্পিকের প্রস্তুতি নিয়েই বেশি ভেবেছি।
বেইলি কোল আরও জানান, জিকা ভাইরাসের লক্ষন আমি বুঝতে না পারলেও আমার বান্ধবীর চোখে তা ধরা পড়ে। সেই প্রথম আমার ঘাড়ের ফোলা অংশটা দেখতে পায়। আমি তিনদিন ধরে এভাবেই অনুশীলন চালিয়ে গেছি। আমি জানি জিকা ভাইরাস থেকে মুক্তি পাওয়াটা খুব সহজ নয়। তারপরও আমার বিশ্বাস অলিম্পিকের আগেই আমি আরোগ্য লাভ করব এবং রিওতে অংশ নেব।
নিজের শারীরিক অবনতির কথা জানাতে গিয়ে বেইলি কোল জানান, জিকা ভাইরাসের কারণে শরীরে লাল লাল ফুসকুড়ির মতো দেখা যাচ্ছে। চোখেও ব্যথা অনুভব করছি। এটা নিয়ে কিছুটা শঙ্কিত হলেও আশার কথা হলো পেশীতে আপাতত কোনো ব্যথা অনুভব করছি না।
রিও অলিম্পিকের আগে আগামী সপ্তাহেই জ্যামাইকার অলিম্পিকে ট্রায়ালে অংশ নেওয়ার কথা তার। সেখানে উসাইন বোল্ট, আসাফা পাওয়েল, ইয়োহান ব্ল্যাকদের মতো স্প্রিন্টাররা অংশগ্রহণ নেবেন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ২৬ জুন ২০১৬
এমআরপি