ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে ২১জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
শীর্ষে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার জাতীয় চ্যাম্পিয়ন মোহাম্মদ মিনহাজউদ্দিন. ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ইকরামুল হক সিয়াম, এস,এম স্মরন, মোঃ শরীফ হোসেন, মাহতাবউদ্দিন আহমেদ, গোল্ডেন চেসের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও সোহেল চৌধুরী, শেখ রাসেল চেস ক্লাবের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, লিওনাইনের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দিন ও শফিক আহমেদ, হাসান মেমোরিয়ালের সাইফুল ইসলাম চৌধুরী, একসেস চেসের মোঃ জামাল উদ্দিন, সনাতন জাহিদ, উতেন, সুলতানা কামাল পাঠাগাপরের মোঃ শফিকুল ইসলাম ও আরিফুজ্জামান আরিফ।
রোববার (২৬ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জ ও দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় রাকিব আবজিদ রহমানকে, মিনহাজ মোস্তফা রাজীবুলকে, রাজীব মাসুম হোসেনকে, শাকিল মোঃ সাগরকে, জামাল ফিদে মাস্টার তৈয়বুর রহমানকে, পরাগ যোয়ার হক প্রধানকে, ইমন মোঃ নাইম হককে, সিয়াম মুজিবুর রহমানকে, আমিন শেখ রাশেদুল হাসানকে, সোহেল জুয়েল খানকে, মালেক নয়ন কুমার মোহন্তকে, সাইফুল মোঃ মানিককে, জাহিদ ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে, উতেন সর্বজিৎ পলকে, শফিকুল ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে, স্মরন মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানাকে, শরীফ সব্যসাচিকে, শফিক মোহাম্মদ হাসানকে এবং আরিফ মোহাম্মদ এনায়েত হোসেনকে, মাহতাব শফিকুল ইসলামকে ও সাইফ রেজাউল করীম বাবুকে পরাজিত করেন।
তৃতীয় রাউন্ডে আবিজদ রাকিবের সাথে সাদা ঘুঁটি নিয়ে কুইনস পন ওপেনিংয়ে খেলেন, ২২ চালের মাথায় রাকিব ড্র-য়ের প্রস্তাব দিলে আবজিদ খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, পরবর্তীতে রাকিব অবস্থান ভাল করে নেন এবং ৭৫ চালে আবজিদের বিরুদ্ধে জয়ী হন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২৬ জুন ২০১৬
এমআরপি