ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

আবাহনীকে ২-১ গোলে হারালো মেরিনার্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
আবাহনীকে ২-১ গোলে হারালো মেরিনার্স বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: গ্রিন ডেল্টা প্রিমিয়ার বিভাগ হকি লিগের সুপার সিক্সে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে মেরিনার্স ও মোহামেডান। আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে মেরিনার্স ইয়ং ক্লাব।

আর এই জয়ে ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এল মেরিনার্স। পক্ষান্তরে ১৪ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩০।

এদিকে দিনের অপর ম্যাচে ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৪ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ২৯ আর ১৫ ম্যাচ থেকে ওয়ান্ডারার্স ক্লাব অর্জন করেছে ১৬ পয়েন্ট।
 
এর আগে সোমবার (২৭ জুন) মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে খেলতে নেমে শুরু থেকেই গতিময় খেলা উপহার দেয় মেরিনার্স।

দলটির এমন গতিময়তার ধারাবাহিকতায় প্রথমার্ধের ৯ মিনিটে ওয়াসেক শরীফ ফিল্ড গোল থেকে মেরিনার্সকে ১-০ গোলে এগিয়ে দেন।

মজার ব্যাপার হলো পিছিয়ে পড়েও এতটুকু হতাশ হয়নি আবাহনী। বরং দ্বিগুন উতসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে মেরিনার্সের রক্ষণদূর্গে।

তবে প্রাথমিক আক্রমণে আকাশী নীলেরা কিছুটা ব্যর্থ হলেও সফলতা পেয়েছে ২২ মিনিটে। বেশ সংঘবদ্ধ এক আক্রমণ রচনা করে ফিল্ড গোল থেকে আবাহনীকে ১-১ এ সমতায় ফেরান শফিক রাসুল।

এরপর প্রথমার্ধের বাকি ১৩ মিনিটে এগিয়ে যাবার চেষ্টা চালিয়েছে দু’দলই। কিন্তু শেষ পর্যন্ত সফল না হলে সমতা নিয়েই বিরতিতে যায় আবাহনী ও মেরিনার্স।

তবে বিরতি থেকে ফিরে দু’দলেরেই এগিয়ে যাবার প্রতিযোগিতা ছিল উপভোগ করার মত। কিন্তু এই প্রতিযোগিতায় সফলতা পেয়েছে মেরিনার্স।

নির্ধারিত সময় শেষের ৭ মিনিট আগে পেনাল্টি কর্ণারের গোল থেকে দলকে ২-১ ব্যবধান এনে দিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারীরা।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ২৭ জুন, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।